বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৪, ২০২২ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২৪ এপ্রিল।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় অবস্থিত কালার মাষ্টার (এসকিউ) ফ্যাক্টরীতে ছুটির দাবিতে রোববার বিকেলে প্রায় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। খবর পেয়ে মডেল থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ ও ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা এই ফ্যাক্টরীতে প্রায় ১৭ হাজারের বেশি শ্রমিক কর্মরত আছেন। বেশকিছুদিন ধরে তারা ১০ দিনের ছুটির জন্য আবেদন করে আসছিলেন। কিন্তু মিল কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়টি আমালে নেননি। রোববার সকালে এই ব্যাপারে মিল কর্তৃপক্ষের সাথে কথা বললে. ছুটির ব্যাপারে কোন ব্যবস্থা না নেয়ায় তারা মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকরা আরো জানান, পুলিশ তাদের উপর লাঠিচার্জ এবং মর্হুমুহু রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে তাদের বেশ কয়েকজন শ্রমিক আহত হন। অবরোধের কারণে ভালুকার সীমান্তবর্তী মাষ্টারবাড়ি থেকে ভালুকা পর্যান্ত প্রায় ১০ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে যানবাহনে চলাচলরত হাজার হাজার যাত্রী প্রচন্য গরমের মাঝে চরম দুর্ভোগের শিকার হন।
ময়মনসিংহ শিল্পজোন-৫ এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, এসকিউ ফ্যাক্টরীতে প্রায় ১৭ হাজার শ্রমিক কর্মরত আছেন। শ্রমিকরা ২৯ এপ্রিল থেকে ১০ দিনের ছুটির দাবি করছিলো। কিন্তু মিল কর্তৃপক্ষ ৮ দিনের বেশি ছুটি দিতে রাজি না হওয়ায় প্রায় আড়াই ঘন্টা মহাসড়ব অবরোধ করে রাখে। পরে শ্রমিকদের দাবি মেনে নেয়ায় অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
এ ব্যাপারে ফ্যাক্টরীর কারো সাথে কথা বলতে না পারায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, মহাসড়ক থেকে শ্রমিকদের সড়ানোর জন্য ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এতে তাদের পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ দিনের ছুটির দাবি মেনে নেয়ায় মহাসড়ক অবরোধ তুলে নেয়া হয়। বর্তমানে প্ররিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com