বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২০, ২০২২ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ

আসাদুজ্জামান, দিগন্তবার্তা ডেক্স,২০ এপ্রিল।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় অবৈধভাবে মহাসড়ক দখল করে প্রায়ই দেখা যায় ইনডেক্স ফিডমিলের মালভর্তি ট্রাকের বহর দাঁড়িয়ে থাকতে। হাইওয়ে পুলিশের নাকে ঢগায় প্রায় দিনই এভাবে শতাধিক মালভর্তি ট্রাক দাঁড় করে রেখে যানজট সৃষ্টি করলেও রহস্যজনক কারনে এ ব্যাপারে কোন আইনি ব্যবস্থা হচ্ছেনা। ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়ে প্রতিনিয়তই ছোটবড় দুর্ঘটনা ঘটেই চলছে। পথচারী ও স্থানীয়রা জানান, বনবিভাগের জমি দখল করে মহাসড়কের পাশে গড়ে উঠা ইনডেক্স ফিডমিলটি এলাকাবাসির দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে মিলের প্রচন্ড দুর্গন্ধে নাক বন্ধ অবস্থায় থাকতে হয় আর অপরদিকে প্রায় প্রতিদিনই শত শক মালবোঝাই ট্রাক মহাসড়ক দখল করে দাঁড়িয়ে থাকার কারণে যানজটের সৃষ্টি করে। এতে রাস্তার পাশদিয়ে পথচারীরা চলাচল করতে পারছেনা। ফলে ছোটবড় দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এব্যাপারে হাইওয়ে পুলিশকে বার বার জানানো হলেও রহস্যজনক কারণে কার্যত কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ আলী হোসেন জানান, মহাসড়ক দখল করে ফ্যাক্টরীর মালবোঝাই ট্রাক দাঁড় করে রাখার কোন সুযোগ নেই, এখই ব্যস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com