বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৮, ২০২২ সময়ঃ ৭:৪৬ অপরাহ্ণ

 

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি,১৮ এপ্রিল।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে চুরি যাওয়া ১০টি মোবাইল ফিরিয়ে দিলেন থানা পুলিশ।
গতকাল সোমবার দুপুরে গফরগাঁও থানায় উদ্ধার হওয়া সেটগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ।
গফরগাঁও থানা পুলিশ জানায়,বিভিন্ন সময় মোবাইল ব্যবহারকারিদের মূলবান সেটটি চুরি কিংবা ছিনতাই হয়ে যায়। এতে করে ভুক্তভোগী অনেকেই থানায় সাধারণ ডায়েরী করেন। পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চুরি বা ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে অভিযোগকারি ব্যক্তিদের নিকট ফিরিয়ে দিচ্ছেন।
তথ্য প্রযুক্তি ব্যবহার গত কয়েক মাসে উপজেলার রসুলপুর,সালটিয়া,গফরগাঁও, চরআলগী এলাকা থেকে চুরি ও ছিনতাই হয়ে যাওয়া ১০টি মূল্যবান এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার উপপরিদর্শক ওসমান গণি,উপপরিদর্শক মোজাম্মেল হক ও কনস্টেবল আদনান আহমেদ কয়েক দিনের চেষ্টায় প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দিলেন প্রকৃত মালিকের কাছে।
উদ্ধার হওয়া মোবাইল ফোন হাতে পেয়ে পুলিশের প্রশংসা করলেন মালিকরা।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, মানুষের যেকোনো দুর্ভোগ লাঘবে পুলিশ সেবা দিতে প্রস্তুত। মোবাইল গুলো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে পেরে ভাল লাগছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com