প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৮, ২০২২ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল, রোববার সকাল সাড়ে ১১টায় গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবিদুর রহমান।
এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা সমবায় অফিসার মীর মোঃ কাশেম, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদসহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পাশাপাশি এ দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়। তাই বর্তমান প্রজন্মকে স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তাবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তাছাড়া বর্তমান প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌছে দেয়ারও আহবান জানান বক্তারা।