প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৬, ২০২২ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি,১৬ এপ্রিল।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবিদুর রহমানের আয়োজনে গতকাল শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার সময় গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পিতা-মাতা-দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন গফরগাঁও প্রেসক্লাবের সদস্য আজিম উদ্দিন মাষ্টার।
দোয়ায় অংশগ্রহণ করেন ইউএনও মোঃ আবিদুর রহমান, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব , সহ- সভাপতি রোবেল মাহমুদ, সাধারন সম্পাদক আব্দুস ছালাম সবুজ, সাংবাদিক ফকির এ মতিন, শফিকুল কাদির, রফিকুল ইসলাম খান, আতাউর রহমান মিন্টু, তফাজ্জল হোসেন, মাজাহারুল আলম মিথুনসহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।