প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৫, ২০২২ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি, ১৫ এপ্রিল।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইট বোঝাই লড়ির ধাক্কায় বাইসাইকেলে থাকা রাকিব (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার দক্ষিণ পুখুরিয়া এলাকায় গফরগাঁও -ভালুকা সড়কের বাইপাস মোড় সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পাশ্ববর্তী ভালুকা উপজেলার হাজীরবাজার এলাকার খায়রুল ইসলামের ছেলে এবং ষোলহাসিয়া তেজপাতা এলাকায় ইমান হাফসা হাফিজুল কোরআন মাদ্রাসায় ছাত্র। ছুটির দিনে মাদ্রাসা থেকে সে বাইসাইকেলে চড়ে বাড়ি যাচ্ছিলেন। এলাকাবাসী লড়িটি আটক করলেও ড্রাইভার পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থল থেকে আটক লড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।