প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৪, ২০২২ সময়ঃ ১২:৫৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি,১৪ এপ্রিল।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে বাঙালী সংস্কৃতির ধারক ও বাহক পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। বর্ষবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, জেলা পরিষদের সদস্য দিলরুবা আক্তার কাজল, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, সমবায় অফিসার মীর মোঃ কাশেম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা খাতুন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও পৌরশহওে গো-হাটা মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে বসছে বৈশাখী মেলা।