বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৪, ২০২২ সময়ঃ ৪:০২ পূর্বাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার’র উপর যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোয়াতলা শসার বাজার তার ব্যক্তিগত অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১০ এপ্রিল তারাকান্দা স্কুল রোডে উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে কাকনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদারের উপর হামলা করা হয়।

পরবর্তী ১২ এপ্রিলে পুনরায় আঃ মান্নানের নেতৃত্বে  ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর অর্থ লুটপাট, মিল ও  ডায়াগনোস্টিক সেন্টারে হামলা করে তান্ডব চালানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান,ইউনিয়ন ছাত্রলীগের নব্ ঘোষিত কমিটিকে কেন্দ্র করে ভিত্তিহীন বিষয় নিয়ে সুপরিকল্পিত ভাবে  গত ১২ এপ্রিল মঙ্গলবার বিকালে যুবলীগের আহবায়ক আঃ মান্নান’র নেতৃত্বে ছাত্রলীগের সভাপতি, মাজহারুল হাসান রাকিব ও সাধারন সম্পাদক শিবু চন্দ্র দাস’র সহযোগীতায় বহিরাগত শতাধিক সন্ত্রাসী বহর নিয়ে দেশীয় অস্ত্র  দ্বারা সজ্জিত হয়ে বাইক যোগে  আমার ব্যক্তিগত অফিস,  মিল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে ভাংচুর শুরু করে।
ঘটনাটি মূহুর্তে আমার ইউনিয়নে ছড়িয়ে  পরলে গয়াতলা শসার বাজারে কাকনী ইউনিয়নের সর্বস্তরের আমজনতা উপজেলা যুবলীগের আহবায়ক আঃ মান্নান সহ তার দলবলকে দীর্ঘ তিন ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। বিষয়টি আমি অবগত হয়ে পুলিশের হেফাজতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, উপজেলা যুবলীগের আহবায়ক আঃ মান্নান একজন ভূমিদস্যু। তিনি এ পদকে কেরি করে  দলীয় নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং গোটা উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

আমি কাকনী ইউনিয়নের একজন জনপ্রনিধি হিসেবে এবং আ.লীগ ঘোরনা পরিবার। সুধী সমাজ ও প্রশাসনে করে কাছে সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের  আহবায়ক আব্দুল মান্নানকে  তারাকান্দা উপজেলার মূর্তিমান আতংক হিসেবে ঘোষণা দেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com