প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১২, ২০২২ সময়ঃ ৮:১৫ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা গোয়ান্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মাসুদ মিয়া (৪০), তারেক মিয়া (২৪), এবং তুহিন মিয়া (২২)।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার-ইনর্চাজ মোঃ সফিকুল ইসলাম জানায়,ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সোমবার (১১ এপ্রিল) বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বলাশপুর ভাটিকাশর এলাকা থেকে ০৫ গ্রাম হেরোইনসহ মৃত জামাল উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী
মোঃ মাসুদ মিয়া এবং রাত ৯.১৫ ঘটিকায় জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ মোঃ ফরিদুল হকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ তারেক মিয়া ও মোঃ হাকিম মিয়ার পুত্র মোঃ তুহিন মিয়া গ্রেফতার করা হয়। ১৫ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে ৩ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।