বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১০, ২০২২ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে শাহাব উদ্দিন (৬২) নামের একজন নিহত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শাহাব উদ্দিন উপজেলার পাগুলী গ্রামের মৃত মমরোজ আলী ওরফে সুতিয়া আলীর ছেলে।

তারাকান্দা থানা সূত্রে জানা যায়, জেলার তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের কিতাব আলীর পুত্র কফিল উদ্দিন (৪২) ৫/৬ বছর পূর্বে একই এলাকার মৃত মমরোজ আলী ওরফে সুতিয়া আলীর পুত্র মোঃ আলাল উদ্দিন (৪০) এর নিকট থেকে ৭০ হাজার টাকা ধার নেয়।
প্রতিনিয়ত কফিল উদ্দিন সেই পাওনা টাকা দেই- দিচ্ছি বলে ৫/৬ বছরেও পরিশোধ করেনি। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তারাকান্দা থানাধীন বালিখা ইউনিয়নের অন্তর্গত পাগুলী গ্রামস্থ চকবাজারে ফজলুল হক মন্ডলের চা’য়ের দোকানের সামনে কফিলকে পেয়ে আলাল উদ্দিন তার পাওনা টাকা চাইতে গিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে আলাল উদ্দিন ও শাহাব উদ্দিন এবং কফিলের লোকজনের মধ্যে লাথি কিল ঘুষাঘুষি শুরু হয়। লাথি ও কিল ঘুষা-ঘুষির সময় কফিল সহ তার লোকজন আলাল উদ্দিনের ভাই শাহাব উদ্দিনকে কিল ঘুষি লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আলাল উদ্দিন সহ উপস্থিত লোকজন শাহাব উদ্দিনের অবস্থা খারাপ দেখে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজন কর্তৃক  মৃত হাফিজ উদ্দিনের পুত্র ফজলুল হক মন্ডল ও মিজানুর রহমান এবং হাতেম আলীর পুত্র মোঃ বাবুল মিয়া (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে আছে।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তিনি আরো জানান পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com