প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১০, ২০২২ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি রাখা রোধে এবং ফুটপাত থেকে অবৈধ দখল অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
রোববার (১০ এপ্রিল) বেলা ১১টায় অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ নগরীর ব্রীজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় ও দোকানে নিত্য পণ্যের দাম বেশি রাখার দায়ে ৩টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।