প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৮, ২০২২ সময়ঃ ৮:১৬ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্বিতীয় দফায় শুক্রবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গফরগাঁও পৌরসভা চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কার্ডধারী পরিবারের মধ্যে স্বল্প মূল্যে পণ্য বিক্রি হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, ৫৬০ টাকার বিনিময়ে ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি টিসিবির পণ্য দেওয়া হয়েছে । প্রায় ১ হাজার ৮০০ কার্ডের মাধ্যমে এসব পরিবার টিসিবির স্বল্পমূল্যের পণ্যসামগ্রী সুবিধা পান।পৌরসভাসহ ওয়ার্ডভিত্তিক আরো দুই জায়গায় এ পণ্য বিক্রি হয়েছে। এছাড়া শুক্রবার উপজেলার দত্তেরবাজার ইউনিয়নে কার্ডধারীদের মাঝে সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দফায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
টিসিবির পণ্য বিক্রি শুরুর পর অভাবগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বাজারের চেয়ে কম মূল্যে ভালো মানের পণ্য পেয়ে খুশি সুবিধাভোগীরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান জানান, ইতিপূর্বে সুষ্ঠুভাবে প্রথম দফায় টিসিবি পণ্য বিক্রি সম্পন্ন হয়েছে। আজ থেকে দ্বিতীয় দফায় পণ্য বিক্রি শুরু হয়।

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com