বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুন ২০, ২০২১ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ

জালালুর রহমান,মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের জুড়ীতে মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন  গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রম ২য় পর্যায়ের এর শুভ উদ্বোধন,আজ (২০/জুন/২০২১ ইং) জুড়ী উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত  সকাল ৯:৩০ মিনিটে,ঘরের উদ্বোধন অনুষ্ঠানের শুরু হয়েছে।পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব  শাহাব উদ্দিন এমপি অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন।সকাল ১০:৩০ মিনিটের মধ্যে উপজেলা পর্যায়ের আলোচনা  সমাপ্ত।এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের ভিডিও কনফারেন্সিং লাইভ সম্প্রচার শুরু হয়েছে।জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মুহিত ফারুক চেয়ারম্যান জুড়ী উপজেলা পরিষদ,রিংকু রঞ্জন দাস ভাইস চেয়ারম্যান,রঞ্জিতা শর্মা ভাইস চেয়ারম্যান,মোস্তাফিজুর রহমান সহকারী ভূমি কর্মকর্তা,পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস,পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ,গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন প্রমুখ।
জুড়ী উপজেলার নির্মাণাধীন মোট ১৬৯ টি ঘরের মধ্যে ৮০ টি ঘরের উদ্বোধন
কার্যক্রম এই পর্যায়ে সম্পন্ন হয়েছে।উপকারভোগীদের হাতে জমির নামজারী এবং রেজিস্ট্রেশন  সংক্রান্ত কাগজপত্রের  ফাইল তুলে দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com