বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ৩১, ২০২২ সময়ঃ ৭:৩৩ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের টাংগাব ইউনিয়নের দাওয়াদাইর এলাকার কৃষক মজিবুর রহমানের দেড় বিঘা জমির বোরো ধান আগাছা নাশক ছিটিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে তিনি গফরগাঁও কৃষি বিভাগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পাগলা থানায় অভিযোগ করেন।
কৃষক মজিবুর রহমানের অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে তার দেড় বিঘা বোরো ধানের ক্ষেতে আগাছা নাশক ছিটিয়ে নষ্ট করে দিয়েছে। এতে করে জমির সমস্ত ধান গাছ পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কৃষি বিভাগের লোকজন ক্ষতিগ্রস্থ কৃষকের ধানের ক্ষেত পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারি কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম মল্লিক বলেন, কৃষক মজিবুর রহমানের দেড় বিঘা জমিতে ধানের থোর বের হওয়া অবস্থায় আগাছা নাশক দিয়ে জমির সমস্ত ধান পুড়িয়ে দিয়েছে। এতে করে এই কৃষক আর্থিক ক্ষতির সন্মুখীন হয়েছেন। বিষয়টি হিংসাত্মক ও অমানবিক।
টাংগাব এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক মজিবুর রহমান বলেন, আমার কয়েক মাসের কষ্টের ফসল এক রাতেই শেষ করে দিয়েছে শত্রæরা। আর এক মাস পরে এই ধান ঘরে উঠাতে পারতাম। তিনি এই ব্যাপারে প্রতিবেশী গোলাপ, শাহজাহান, মুকুল, শামছুল, রফিকুল ও শফিকুলকে দায়ী করে পাগলা থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন।
টাংগাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, বিষয়টি জেনে খুবই খারাপ লেগেছে। এ ব্যাপারে অত্র ওয়ার্ডের সদস্যকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরিষদের জানাতে বলেছি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com