প্রকাশিত হয়েছেঃ জুন ১৯, ২০২১ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক:-
সভাপতির বিতর্কিত কর্মকান্ডে অবশেষে টঙ্গী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে নয়া আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৯ জুন শনিবার অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজুকে আহ্বায়ক করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যদ্বয় হলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ ও সিনিয়র সদস্য নাসির উদ্দিন বুলবুল। সাবেক সভাপতি আলী হায়দারের ব্যাপক দুর্নীতি ও অনিয়মসহ নানা বিতর্কিত কর্মকান্ডে সদস্যদের মাঝে দীর্ঘ দিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। অনিয়ম-দুর্নীতি ও জাল-জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুর দেওয়ানী আদালতে মামলা চলমান আছে।