প্রকাশিত হয়েছেঃ মার্চ ৩১, ২০২২ সময়ঃ ৫:২৮ অপরাহ্ণ
চট্টগ্রাম ব্যুরো।।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সকল দাপ্তরিক কার্যক্রম ই-নথির মাধ্যমে পরিচালনার নিমিত্তে তিনদিনব্যাপী “ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১শে মার্চ (বৃহস্পতিবার) ২০২২ খ্রি. সকাল ১১.০০ টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সহযোগিতায় উক্ত কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ইউজিসি’র সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। এতে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ইউজিসি’র ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, “ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। ডিজিটাল সুবিধা গ্রহণের মাধ্যমে দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। বাংলাদেশ এখন স্যাটেলাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায়। বাংলাদেশ এখন ক্যাশলেস সোসাইটি বিনির্মাণের পথেই হাঁটছে। ই-নথি সরকারের একটি সময়োপযোগী পদক্ষেপ। চুয়েট এক্ষেত্রে এগিয়ে আসায় আমরা সাধুবাদ জানাচ্ছি।” উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও