প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৯, ২০২২ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অটোরিকশা (মিশুক) চালক মন্নাফ আলী ওরফে মনির (৫৫) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত মনির জেলার নান্দাইল পৌর এলাকার মৃত আজিম উদ্দিনের পুত্র। তিনি পেশায় অটোরিকশা চালক।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের নাজমুল হাসান ডিপজল (২৫) ও একই ইউনিয়নের মো. মোশাররফ হোসেন (৩৮)।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি জানিয়েছেন, যাত্রী বেশে অজ্ঞাত কয়েকজন গাড়ি ছিনতাই চক্রের সদস্যরা গত ১৮ জানুয়ারী ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চরশ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাঁকা রাস্তার পাশে শ্বাসরোধে হত্যা করা অজ্ঞাত পরিচয় এক পুরুষ ব্যক্তির লাশ পাওয়া যায়। এঘটনায় ২০ জানুয়ারী নান্দাইল থানায় হত্যা মামলা করা হয়। মামলাটির তদন্ত বার জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের উপর ন্যাস্ত করা হয়।
পরবর্তীতে অজ্ঞাত লাশের পরিচয় উদঘাটন করে জেলা গোয়েন্দা পুলিশ। নিহত ব্যক্তি নান্দাইল পৌরসভা মৃত আজিম উদ্দিনের ছেলে মন্নাফ আলী ওরফে মনির তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। যাত্রী বেশে মিশুক গাড়ী ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।
পরবর্তীতে হত্যার রহস্য উদঘাটন করার জন্য ধারাবাহিক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা’র একটি চৌকস দল গতকাল ২৮ মার্চ মন্নাফ আলী ওরফে মনির এর হত্যাকারী ত্রিশাল বালিপাড়ার ধলা ধরোমুলি এলাকার আজিজুল হকের ছেলে নাজমুল হাসান ডিপজল কে গাজীপুর
শ্রীপুরের জৈনা বাজার থেকে এবং ত্রিশাল বালিপাড়ার (দক্ষিণ বিয়ারা), এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে মোঃ মোশারফ হোসেন ত্রিশাল বালিপাড়া থেকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে পলাতক জড়িত অন্যান্য আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত মিশুক গাড়ী উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।