প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৮, ২০২২ সময়ঃ ৬:৪৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ একাধিক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ও দেশীয় মাদকসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঁঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার রাওনা ইউনিয়নের রাওনা গ্রামের গোবিন্দ মণি ঋষি, কৃষ্ণ মণি ঋষি, গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের সজিব ও উথুরী গ্রামের মোহাম্মদ সজিব মিয়া।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, রাওনা গ্রামে অভিযান পরিচালনা করে দু’জন মাদক মামলার আসামীকে ১৩৩ লিটার দেশীয় তৈরি মাদক ওয়াশসহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও ঘাগড়া গ্রাম থেকে একজন ও উথুরী গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদেকে সোমবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।