বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৮, ২০২২ সময়ঃ ৫:৩৩ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সদরে বিজয়নগর এলাকায় আখ ও পুঁইশাক সহ অন্যান্য সবজি চাষ করার পাশাপাশি অত্যন্ত গোপনীয় ভাবে সেই ক্ষেতেই চাষ করতেন গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি তার। সেই চতুর গাঁজা চাষী কামরুল ইসলাম (৪০) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। একই সাথে উদ্ধার করা হয়েছে ৩৫ টি গাঁজা গাছ।

মানুষের চোখ ফাঁকি দিতে দুই মাস আগে বাড়ির পেছনে আখ ও পুঁইশাক ক্ষেতে বপন করেন গাজার বীজ। গাছ বড় হয়ে উঠলে সাধারণ দৃষ্টি তা গাঁদা ফুল গাছ মনে হওয়ায় স্থানীয়রা বুঝতেই পারেননি সেখানেই হচ্ছে গাজা চাষ৷

সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একজন খুচরা মাদক বিক্রেতা একটি ক্ষেতে গাঁজা চাষ করছে। সেই সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ সদরের বিজয়নগর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪’র একটি দল। এসময় আখ ও পুঁইশাক ক্ষেতে গাঁজা চাষের সন্ধান ও মাদক ব্যবসায়ী কামরুলকে হাতেনাতে আটক করে র‍্যাব-১৪। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com