বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৭, ২০২২ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
টিসিবি পণ্য কালোবাজারে বিক্রির ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও গাছা জোনের সভাপতি আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডলের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়েছে। ‘৩৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শহরের রাজবাড়ি সড়ক দফায় দফায় অবরোধ করা হয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন, ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক আনোয়ার হোসেন এমএ, গাছা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তারেক বিন রশিদ প্রিমাদ, মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর শ্রমিকলীগ নেতা ইসরাফিল টিক্কা, আওয়ামীলীগ নেতা মো. ইকবাল হোসেন, ৩৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী শাওন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল হত্যা, চাঁদাবাজি, নারী নির্যাতন, ভূমিদস্যুতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে প্রায় তিন ডজনের অধিক মামলার আসামী। এসময় ‘তেল-চিনি-ডাল চোর’ আখ্যা দিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনের আওতায় এনে কাউন্সিলর পদসহ আওয়ামীলীগের রাজনীতি থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে গাছা থানার বোর্ড বাজারে একজন ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবি পণ্য উদ্ধার করে পুলিশ। এসব পণ্য ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের কার্যালয় প্রাঙ্গনে নির্ধারিত কার্ডধারীদের মাঝে বিতরণ করার কথা ছিল।
এদিকে এব্যাপারে আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তিকারী জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবিতে আমার নেতৃত্বে ব্যাপক আন্দোলন হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে বহিষ্কৃত মেয়র আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। রোববার বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম কিছু লোকজন দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করিয়েছেন। জাহাঙ্গীর আলমের কয়েকজন ব্যক্তিগত কর্মচারী ও অনুসারী বিক্ষোভ কর্মসূচীতে নেতৃত্ব দেওয়ার প্রমাণ আছে দাবী করে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এর বিচার চাই। যারা টিসিবিপণ্য কালোবাজারে বিক্রি করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com