বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৬, ২০২২ সময়ঃ ১১:৪০ পূর্বাহ্ণ

আসাদুজ্জামান, দিগন্তবার্তা ডেক্স,২৬ মার্চ।।

ভালুকায় যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থীরা।পরে শিক্ষার্থীরা কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।উপজেলা সদরের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ মাঠের অনুষ্ঠানে অংশ নেয়।বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সুধীবৃন্দের সাথে হাজারো অভিভাবক ও উৎসুক জনতা কলেজ মাঠে অনুষ্ঠান উপভোগ করেন।পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় স্থানীয় প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী অফিসার সালমা খাতুন,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মডেল থানার ওসি কামাল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা,উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক,সাংবাদিক,সূধিজনসহ বিভিন্ন জনেরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামালের নেতৃত্বে ক্লাবের পক্ষে  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ  করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ  দোয়া অনুষ্ঠিত হয়।

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com