প্রকাশিত হয়েছেঃ জুন ১৭, ২০২১ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ
মো:জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ-বিএনপি সংঘর্ষ হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ চরকালীবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ডহ অন্তত ৩৫ জন আহত হয়েছ।
সংঘর্ষে আহত কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন ও পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পুলিশ বিএনপির কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য নির্দেশ দিলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানার দাবী, পুলিশের হামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির ৩০ জন আহত হয়েছেন।