প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৫, ২০২২ সময়ঃ ১১:২৩ পূর্বাহ্ণ
জালালুর রহমান,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামে অবৈধভাবে স্থাপিত পরিবেশ নষ্টকারী পশ্চিমভবানীপুর নামক খালে টয়লেট এর পাইপ সংযুক্ত করেছে একটি মহল দুর্গন্ধ থেকে গ্রাম বাসী মুক্তি চায়। খাল থেকে ছড়ানো দুর্গন্ধে আনুমানিক ৮০/৯০ টি পরিবার দীর্ঘদিন যাবত স্বাস্থ্য ঝুঁকিতে ভোগছে । এছাড়াও দুর্গন্ধে তাদের ছেলে,মেয়েরা ও ঠিকমতো লেখাপড়া করতে পারছে না।শিক্ষার্থীদের লেখাপড়ায় যেমন বিঘ্ন গঠছে, তেমনি সঠিকভাবে ধর্মীয় নিয়মরীতি নামাজ পড়তে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী কতৃক অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক হাজার মানুষের যাতায়াতের রাস্তা , পুর্ব ভুকতেরা , মধ্যে ভুকতেরা , কালীনগর গ্রামের লোকজন ,পশ্চিম ভবানীপুর গ্রামের রাস্থা দিয়ে চলাচল করে , স্কুল কলেজও মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং তিন চারটি গ্রামের মানুষের কামিনীগঞ্জ বাজারে যাতায়াতের রাস্তা।সরেজমিনে গোড়ে দেখি পশ্চিমভবানীপুর গ্রামের রাস্তার পাশদিয়ে একটি খাল বয়ে গেছে পশ্চিমভবানীপুর নামক খালটি জুড়ী নদীরসাথে সংযুক্ত। উক্ত খালটির দুপাসদিয়ে রয়েছে ঘনবসতি বাড়ীঘড় খালের পাসে বুরহান উদ্দিন (নানু) এর বাড়ির সম্মুখ থেকে জুড়ী নদীর সংযোগস্থল প্রায় আনুমানিক (৮০০) গজ রাস্তার পাসে খালের দুর্গন্ধ যুক্ত ময়লায় জনসাধারণের মারাত্মক রোগ জীবাণুর ঝুঁকিতে। ফলে দুষিত হচ্ছে পরিবেশ খালের আশপাশের বসতবাড়ীর বেশ কিছু টয়লেট এর পাইপ গুলো সংযুক্ত করা হয়েছে ঐ খালে। ইট সলিং রাস্তার সাথে খালে গার্ড ওয়াল না থাকায় রাস্তার ইট ভেঙ্গে পড়ছে খালে। টয়লেটের দুর্গন্ধযুক্ত ময়লা বর্ষাকালে গড়িয়ে পড়ছে জুড়ী নদীতে। যার ফলে, ঔ নদীর পানি চলমান বিষাক্ত হচ্ছে। ব্যাপক ক্ষতির সম্মূখীন হচ্ছে মৎসো সম্পদ। অস্বাস্থ্যকর পরিবেশে দিন পার করছেন নদীর পানি বিভিন্ন দরণের কাজে ব্যবহারকারী স্থানীয় বাসিন্দাররা।