প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৪, ২০২২ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলায় স্বামী মোবারক (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের টেকির চর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঁঠানো হয়।
থানার দায়েরকৃত মামলায় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের জহুর উদ্দিনের মেয়ে ফাতেমা আক্তার (২২) এর সাথে চরআলগী ইউনিয়নের টেকিরচর গ্রামের লোকমান সরদার ওরফে বিসমিল্লাহর ছেলে মোবারক (২৬) এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর মোবারক ও ফাতেমা দম্পত্তির ঘরে এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। এদিকে বিয়ের পর থেকেই মোবারক তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে দুই লক্ষ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করলে স্ত্রীর বাধ্য হয়ে দুই লক্ষ টাকা এনে স্বামীকে দেন। বেশ কিছুদিন পর আরও এক লক্ষ টাকা এনে দিতে স্ত্রীকে চাপ দিতে থাকে। পরে স্ত্রী টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তার উপর চলে অমানুষিক নির্যাতন। স্বামীর নির্যাতনে আহত স্ত্রী ফাতেমা আক্তারকে তার পরিবারের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এক সপ্তাহ চিকিৎসা শেষে দুইদিন আগে বাবার বাড়িতে ফিরে এসে গতকাল বুধবার গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ চরআলগী ইউনিয়নের টেকিরচর গ্রামের বাড়ি থেকে পাষন্ড স্বামী মোবারককে গ্রেপ্তার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলার আসামি মোবারককে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঁঠানো হয়েছে।