প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৩, ২০২২ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্য স্কুল শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ‘অবসর’ ফেইসবুক গ্রæপের আয়োজনে উপজেলার বরাইদ শহীদ শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ে হল রুমে স্থানীয় ৮টি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে ও সমাজকর্মী আবু সাঈদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দ্রাবিড় সৈকত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান শারমিন খানম লামিয়া, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. সালমা আক্তার, সাংবাদিক কামরুল ইসলাম, ভালুকা হেল্প লাইনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমন তালুকদার সাগর, স্বেচ্ছাসেবী বিপুল মন্ডল, সজিব মন্ডল, মাসুদ রানা, সোহেল, মো. জহিরুল ইসলাম প্রমুখ।
পরে বিভিন্ন কেটাগরিতে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার হিসেবে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।