বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৩, ২০২২ সময়ঃ ৩:০৯ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদের তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত আনসার সদস্য জলিল মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল বুধবার ভোররাতে মৃত্যুবরণ করে। গত ১৮ মার্চ, শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী মধ্যপাড়া বায়তুল ফালা জামে মসজিদে এই মারামারি ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ভাই আজিজুল হক বাদী হয়ে পাগলা থানায় মঙ্গলবার একটি মামলা দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ, শুক্রবার জুম্মার নামাজের পরে তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে মসজিদ কমিটির লোকজন ও মুসল্লি দুই পক্ষ আলোচনায় বসে তর্কে জড়িয়ে যায়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে আঃ আওয়ালসহ তার চার ছেলে ও দুই মুসল্লি দেশিয় অস্ত্র নিয়ে আনসার সদস্য জলিল মিয়ার উপর আক্রমন করে হাত, পা ও মাথায় গুরুতর জখম করে। উপস্থিত অন্য মুসল্লিরা পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিস্থিতির অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল বুধবার ভোর রাতে সে মৃত্যু বরণ করে। নিহতের স্ত্রী মানসুরা আক্তার বলেন, আঃ আওয়াল ও তার চার ছেলেরা মিলে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। নিহতের ভাই আজিজুল হক বলেন, ভাইয়ের চিকিৎসায় ব্যস্ত থাকার কারণে মামলা করতে দেরি হয়। অভিযুক্ত হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com