প্রকাশিত হয়েছেঃ মার্চ ২২, ২০২২ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ
জালালুর রহমান,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের জুড়ীতে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট কামাল হোসেন(৪৭) ও বাতেনকে (৩০) গ্রেপ্তার করে জুড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে , জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিকনির্দেশনা , এস আই অনিক রঞ্জন দাস এর নেতৃত্বে, এ এস আই মনিরুল ইসলামসহ এক দল পুলিশ উপজেলার জাহাঙ্গীরাই মসজিদের সামনে রাস্তার উপর থেকে আটক করে (২১/মার্চ/২২ ইং) রাত সাড়ে ১১ টায় । পড়ে তাদের দেহ তল্লাশি করে সাথে থাকা ৩০০ পিছ ইয়াবাসহ থানায় নিয়ে আসে। জানা গেছে জাহাঙ্গীরাই গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে কামাল হোসেন, আব্দুল হালিম এর ছেলে বাতেন। মাদক ব্যবসায়ী কামাল ও বাতেন দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা জুড়ী থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় বিতরণে লিপ্ত থাকে,এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে,ফলে উঠতি বয়সের যুবক, তরুণ, মাদক সেবনে লিপ্ত। জুড়ী থানায় মামলা নং ১০, ২২/৩/২০২২ ইং, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন এর ধারা ৩৬(১)এর টেবিল ১০(ক)/২৬, রুজু করা হইল। মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করেন।