বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ২১, ২০২২ সময়ঃ ৫:২৬ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২১ মার্চ) বিকাল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এ মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুর আগে গফরগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ও তার পুলিশ ফোর্স নিয়ে শৃঙ্খলা সহিত বিশেষ নিরাপত্তায় ময়মনসিংহ জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধার দল গফরগাঁও পৌরশহরে প্রবেশ করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি আনন্দ পতাকা র‍্যালির মাধ্যমে উপজেলা চত্বরে পরিষদ অডিটোরিয়ামে প্রবেশ করে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনিসহ উপজেলা বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাগণ জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে স্বাগত ও অভিনন্দন জানান।

পরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা থেকে আগত বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বুলবুল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিউর রহমান,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মফিজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনি, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা প্রমূখ।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার কুশল আহমেদ রনি’র সঞ্চালনায় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, সহকারী কমান্ডার সলিম উল্লাহ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নাসির উদ্দিন মনি, নিজাম উদ্দিনসহ স্থানীয় প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ।

সমাবেশে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এ দেশ স্বাধীন করা হয়েছিল। আজ স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী।।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com