বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ২১, ২০২২ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক, ২১ মার্চ।।
আসন্ন রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে নিম্ম আয়ের এক কোটি পরিবারের মধ্যে টিসিবি পণ্য সরবরাহ কার্যক্রমের প্রথম দিনেই গাজীপুরে এসব সরকারি পণ্য কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  ২০ মার্চ রোববার রাতে গাজীপুর মহানগরের গাছা থানার মহর খান ওয়াকফ্ স্ট্যাট মার্কেটে (বোর্ড বাজার) বিক্রি হওয়া টিসিবির পণ্য উদ্ধার ও শাহীন নামে বাজারের একজন ব্যবসায়ীকে আটক করেছে জিএমপি গাছা থানা পুলিশ।
গাছা থানার এসআই মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোর্ড বাজার সাব্বির- শাহীনের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় টিসিবির মোড়কযুক্ত ৩৭ বোতল তেল (৭৪ লিটার), ৩৭ প্যাকেট চিনি ও ৩৭ প্যাকেট ডাল উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবে আটক ব্যবসায়ী শাহীন জানান, স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ডের টিসিবি ডিলারের কাছ থেকে তিনি এসব পণ্য ক্রয় করেছেন।
এদিকে স্থানীয়রা জানান, টিসিবি’র নির্ধারিত কার্ডধারী অনেক পরিবার রোববার প্রথম দিনেই পণ্য না পেয়ে ফিরে গেছেন। আবার অনেক দ্ররিদ্র পরিবার বিনামূল্যে এসব পণ্য সরবরাহ হচ্ছে মনে করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে লাইন ধরেন। পরে ওয়ার্ড কাউন্সিলর মানবিক কারণে এসব হতদরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা দেন।
এব্যাপারে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সলর আব্দুল্লাহ আল-মামুন মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত কার্ডধারীদেরকে টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইনে দঁাড়িয়ে পণ্য সরবরাহ করতে দেখা গেছে। এতদসত্ত্বেও সকলের চোখ ফঁাকি দিয়ে কালোবাজারে পণ্য বিক্রি করে থাকলে সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত।
এব্যাপারে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি পণ্য উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, আমরা বেশ কিছু পণ্য উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আটক করেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com