প্রকাশিত হয়েছেঃ মার্চ ২১, ২০২২ সময়ঃ ৯:৪৯ পূর্বাহ্ণ
আসাদুজ্জামান দিগন্তবার্তা ডেক্স, ২১ মার্চ।।
ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৩১ তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, মেয়র ডা: একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ূম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, ৭নম্বর মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএসএম আক্রাম হোসাইন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মাষ্টার, উপজেলা যুবলীগ সভাপতি জনাব আনিসুর রহমান খান রিপনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা আনোয়ারা নীনা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্ককৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গিত পরিবেশন করা হয়।