প্রকাশিত হয়েছেঃ মার্চ ২০, ২০২২ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ব্যবসা-বাণিজ্যে কর ও ভ্যাটে কোথায় কোথায় বাধা রয়েছে দুই বছরে ধাপে ধাপে সেগুলো শনাক্তের চেষ্টা করেছি। অটোমেশনে দ্রুতগতিতে এগোচ্ছি। এটার সাথে তাল মেলাতে একটু সময় লাগছে। তবে করের বোঝা কমিয়ে নিয়ে আসব। এ ব্যাপারে আমাদের সদিচ্ছা আছে।
রোববার (২০ মার্চ) সকালে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ব্যবসা ও করবান্ধব দেশ গড়তে চাই উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, কর্পোরেট ট্যাক্সে ভালো সংখ্যা শনাক্ত করেছি, যারা ট্যাক্স দেয় না। আমাদের রিটার্ন সাবমিটের হার বাড়াতে হবে। সামনে অনলাইন শপিং ব্যবসা ক্ষেত্রে বাজারের বড় অংশ দখল করবে। নতুন ও নারী উদ্যোক্তাদের বিকাশমান এ খাতে কঠোর হতে চাই না। আমরা বিনিয়োগকারীদের সহায়তা করতে চাই যাতে দেশের উন্নতি হয়। ব্যবসাবান্ধব, করবান্ধব দেশ গড়তে চাই।
দেশী শিল্পের সক্ষমতা বাড়াতে হবে জানিয়ে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, দেশী শিল্পের সক্ষমতা বাড়াতে হবে। আমরা ক্ষুদ্র ও কুটির শিল্পকে এগিয়ে নিতে চাই। তবে বিউটি পার্লার থেকে ভ্যাট কমানো যৌক্তিক বলে আমি মনে করি না।
মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম সভাপতিত্ব করেন। এসময় এনবিআর সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক ও এনবিআর সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমদ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন আবুল খায়ের ট্যোবাকোর আবদুল আউয়াল মোহন, রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সোলেমান, ট্রাক কাভার্ড ভ্যান মালিক অ্যাসোসিয়েশনের চৌধুরী জাফর, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী ও কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ছালামত আলী প্রমুখ।