প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৮, ২০২২ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। দুইদিন পাহারা দেয়ার পর বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে স্থাপনা ভাঙচুর করে তা উদ্ধার করা হয়। ঘটনাটি উপজেলার হবিরবাড়ি মৌজার সিডষ্টোর উত্তর বাজার এলাকায়।
বনবিভাগ ও স্থাণীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি মৌজার ৯ নম্বর দাগে সিডষ্টোর উত্তর বাজার এলাকায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৫০ শতাংশ সংরক্ষিত বনভূমি দখলে নিয়ে কতিপয় প্রভাবশালী স্থাপনা নির্মাণ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রথমে বাঁধা দেন। পরে দখলকৃত ভূমিটি দুইদিন পাহারা দিয়ে শুক্রবার রাতে ও শনিবার সকালে স্থাপনা ভাঙচুর করে জমিটি উদ্ধার করেন।
হবিরবাড়ি বিট কর্মকর্তা মো: আবুল হাশেম জানান, জনৈক কাশেম, সাইফুলও নোমান নামে তিন ব্যক্তি স্থাপনা নির্মাণ শুরু করলে, আমরা তা ভেঙে গুড়িয়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে আনি।
আবুল কাশেম জানান, তিনি পদ্ম গোমেজ বীলগেট নামে এক খৃষ্টান মহিলার কাছ থেকে ৯ নম্বর দাগে ২৭ শতাংশ জমি ক্রয় করেছেন। ওই জমিতে কাজ শুরু করলে বনবিভাগ তাতে বাঁধা দেন। পরে তিনি কাজ করা বন্ধ করে দেন।
ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, হবিরবাড়ি মৌজার ৯ নম্বর দাগের জমিটি বহুদিন পূর্বেই বেদখল হয়ে গিয়েছিলো। তিন চারদিন পূর্বে ওই জমিতে কতিপয় লোক কাজ শুরু করলে আমরা তাতে বাঁধা দিই এবং পরে স্থাপনা ভাঙচুর করে প্রায় ৫০ শতাংশ জমি উদ্ধার করি। এ ব্যাপারে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিন।