প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৭, ২০২২ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে প্রবাহিত শাঁখচূড়া গ্রামে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপি বঙ্গবন্ধু বইমেলা উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭মার্চ) উপজেলার ঐতিহ্যবাহী শাখচূঁড়া উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিনব্যাপী আয়োজন করা শিশুদের বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও বঙ্গবন্ধু বইমেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক এবং মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি ফাইজুস সালেহীন। এসময় আয়োজক কমিটির আহবায়ক এডভোকেট সাইফুস সালেহীন, সাবেক চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন সফাসহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সারাদিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা কে কেন্দ্র করে গোটা এলাকার ছাত্র-ছাত্রী ও যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।