বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৪, ২০২২ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সংখ্যালঘুর পৈতৃক সম্পত্তির বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় গ্রাম পুলিশ শ্রী শ্যামলাল গত রোববার দুপুরে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কান্দা পাড়া গ্রামের গ্রাম পুলিশ শ্রী শ্যামলালের পৈত্রিক জমিতে প্রায় ২০০ বাঁশের একটি বাঁশ ঝাড় ছিলো। রোববার সকালে ওই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আশ্রাব আলী তার ৬/৭জন সহযোগী নিয়ে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে শুরু করে। এ সময় শ্রী শ্যামলাল বাঁধা দিতে গেলে তাকে হুমকি দিয়ে জমি থেকে তাঁড়িয়ে দেয়। পরে সে স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাটি অবহিত করলে তিনি আশ্রাব আলীকে বাঁশ কাটতে নিষেধ করে। ইউপি সদস্যের বাধা অমান্য করে আশ্রাব আলী ও তার সহযোগীরা বাঁশ কাটা অব্যাহত রাখে। বাধ্য হয়ে শ্রী শ্যামলাল গফরগাঁও থানায় এসে ওসির সাথে কথা বলে লিখিত অভিযোগ দায়ের করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঁঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com