প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৩, ২০২২ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ

 

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে হেরোইনসহ এমদাদুল হক (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটককৃত এমদাদুল হক উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে।
থানা পুলিশ জানায়, এমদাদুল হক দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার পরোয়ানা আছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ২৫ গ্রাম হেরোইনসহ পুলিশ তাকে আটক করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, তার বিরুদ্ধে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ওয়ারেন্ট রয়েছে। রোববার সকালে তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com