প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৩, ২০২২ সময়ঃ ৬:০০ অপরাহ্ণ
জালালুর রহমান।।
সাংবাদিকদের নিয়ে গঠিত জাতীয় আধুনিক সংগঠন জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২মার্চ) বিকাল ৪টার সময় চট্টগ্রাম শহরের কদমতলীস্থ চট্টগ্রাম কার্যালয়ে সংগঠনের সভাপতি শিব্বির আহমদ ওসমানের সভাপতিত্বে, সিনিয়র সহ সভাপতি এম এ ছবুরের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তারা জানান,সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নেই। এ সংগঠনটি হতে পারে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন। সারাদেশব্যাপী সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে, সংগঠনের কার্যক্রমের গতি বৃদ্ধি ও শক্তিশালী করার লক্ষ্যে, বিভিন্ন জেলায় কমিটি গঠন করা হচ্ছে।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন,কেন্দ্রীয় নেতা নুরুল আবছার কায়সার, দৈনিক যায়যায়কাল পত্রিকা স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, দৈনিক একুশে সংবাদ পত্রিকার ব্যুরো প্রধান এম এ আজিজ কিরণ, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ জুবাইর, দৈনিক সরেজমিন পত্রিকা ব্যুরো প্রধান এম মাসুদ আলম সাগর, রফিকুল ইসলাম,নাছির উদ্দিন, সাদ্দাম হোসেন রিফাত,জয়নাল আবেদিন প্রমুখ।