প্রকাশিত হয়েছেঃ মার্চ ১২, ২০২২ সময়ঃ ৭:৩৩ পূর্বাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
আট বছরে এক ছেলে সুন্নতে খৎনার আয়োজনে ব্যস্ত সবাই। আর যাকে নিয়ে এই আয়োজন সেই দুর্ঘটনায় মৃত্যুর পথযাত্রী হলো। বিদ্যুৎস্পৃৃষ্টে প্রাণ গেলো তার। সে একটি মাদ্রাসা শিক্ষার্থীর।
শুক্রবার (১১ মার্চ) সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী মোঃ আরাফাত (৮) ওই এলাকার হাফেজ ইব্রাহিম মিয়ার ছেলে ও স্থানীয় দীঘা মৃধাবাড়ি নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবারের সকলেই যখন সুন্নতে খতনার আয়োজনে ব্যস্ত এসময় সকলের অগোচরে মাল্টিপ্লাগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দীঘা মৃধাবাড়ি নুরানি হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা শাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সে আমার মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থী। দূর্ঘটনায় অকালে প্রাণ গেলো শিক্ষার্থীর। এ ঘটনায় পুরো পরিবারের শোকের ছায়া নেমে আসে।