প্রকাশিত হয়েছেঃ মার্চ ১২, ২০২২ সময়ঃ ৬:৫৯ পূর্বাহ্ণ
এম এস মনির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান।।
পূর্বাঞ্চল রেলপথের কুমিল্লার লালমাই উপজেলার বিয়জপুরে ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে কর্মকর্তারা। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় (চট্টগ্রাম) বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী।
এরআগে গত বুধবার (৯ মার্চ) দুপুরে কুমিল্লার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন মিম, তাসপিয়া ও রিমা নামে তিন স্কুলছাত্রী। তারা বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
রেলওয়ে কর্মকর্তারা জানান, মূলত ঢাকা-চট্টগ্রাম রুটের আপ লাইনে চট্টগাম থেকে ময়মনসিংহে’র দিকে যাচ্ছিল বিজয় এক্সপ্রেস ও ডাউন লাইনে ছিল ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামমুখী ছিল মহানগর প্রভাতী।
অন্যদিকে তিন শিক্ষার্থী আপ লাইন ধরে হাটছিল। এ সময় সামনের দিকে থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে ডাউন লাইনে চলে যায় তারা। একই সময়ে ডাউন লাইনেও ছুটে আসে মহানগর প্রভাতী। তবে সামনে থাকা বিজয় এক্সপ্রেসে ট্রেনের শব্দে পেছনে যে আরেকটি ট্রেন আসছে তা বুঝতেই পারেনি ক্ষুদে শিক্ষার্থীরা। এতে পেছন দিক থেকে আসা মহানগর প্রভাতী ট্রেনে একজন কাটা পড়ে আর ট্রেনের ধাক্কায় বাকি দু’জন ছিটকে পড়ে রেললাইন থেকে।
গত বৃহস্পতিবার (১০ মার্চ) রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলীকে (বিভাগীয় পরিবহন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় রেলওয়ের পক্ষ থেকে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল হানিফ, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী ও চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন।
তদন্ত কমিটির আহ্বায়ক আনসার আলী দিগন্ত বার্তা কে বলেন ‘ঘটনাস্থলের কাছেই তাদের স্কুল। তারা যখন রেললাইনে উঠে তখন চট্টগ্রাম দিক থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি আসছিল। তারা নেমে ডাউন লাইনে গিয়ে দাঁড়ায়। কিন্ত সেদিক থেকেও আরও একটি ট্রেন আসছিল যা তারা বুঝতে পারেনি।