প্রকাশিত হয়েছেঃ মার্চ ১০, ২০২২ সময়ঃ ৫:৪৩ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলায় ৪ নং সালটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় গফরগাঁও প্রেসক্লাবের শামছুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সালটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম এ জলিল, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল হাদী প্রমুখ।
সংবাদ সম্মেলনের সালটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন টিটু লিখিত এক বক্তব্যে বলেন, গত ১ মার্চ উপজেলায় সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে মোশারফ মোল্লার (২৬) কে জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচা আব্দুল কাইয়ুম মোল্লা (২৮) ও হান্নান মোল্লার (১৮) দেশীয় অস্ত্র দিয়ে মোশারফ মোল্লার পায়ে, হাতে ও মাথায় গুরুতর জখম করে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা’র তত্ত্বাবধানে চিকিৎসাধীনে আছেন। ঘটনার পরদিন মোশারফ মোল্লার মা জোছনা বেগম বাদি হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করে। আফতাব উদ্দিন টিটু অভিযোগ করে আরো বলেন, জমি-জমা নিয়ে চাচা ভাতিজার পারিবারিক দ্বন্ধকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যুবলীগকে জড়িয়ে বিএনপির নেতৃত্বের একাংশ মিথ্যা প্রচারণা করে। বিএনপির বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের কারনে যুবলীগের কর্মী কাইয়ুম মোল্লা ও হান্নান মোল্লা তাকে পিটিয়ে আহত করে বলে প্রচারণা চালায়। কিন্তু তারা বিএনপির কর্মী হিসেবে এলাকায় চিহ্নিত। আফতাব উদ্দিন টিটু বলেন, আহত মোশারফ মোল্লাকে দেখতে বুধবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিজি হাসপাতালে যান। ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা দৈনিক দিনকাল পত্রিকায় দেওয়া বক্তব্যে মোশারফ মোল্লাকে তার কর্মী বলে দাবি করে মিথ্যাচার করে।
সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী বলেন, জমিজমার সংক্রান্ত বিরোধে চাচা ও ভাতিজার মধ্যে সংঘটিত মারপিটের ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ঘটনা বলে চালিয়ে দিয়ে বিএনপি অত্যন্তহীন রাজনীতির পরিচয় দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় বাদি ও বিবাদী উভয়ের রাজনৈতিক পরিচয় বিএনপির কর্মী হিসেবে।