প্রকাশিত হয়েছেঃ মার্চ ১০, ২০২২ সময়ঃ ৫:৩৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ১০ মার্চ।।
দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল দিগন্তবার্তায় সংবাদ প্রকাশের পর মাদরাসা থেকে নিখোঁজ নাজিরা বিভাগে পড়ূয়া ছাত্র মো: সাব্বির আহম্মেদকে (১১) কিছুটা অপ্রকৃতিস্ত অবস্থায় ৯ দিন পর মাদরাসা থেকে ৬ কিলোমিটার দূরে উপজেলার নয়নপুর গ্রামের পাদ্রী মিশন হাসপাতালের সামনে একটি চা-স্টল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১০ টায় মোবাইল ফোনে সংবাদ পেয়ে শিশুটির বাবা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। এক সপ্তাহেও শিশুটিকে খোঁজে না পেয়ে তার বাবা আলাল মিয়া ৬ মার্চ মডেল থানায় সাধারণ ডায়রী করেছিলেন।
পরিবারা ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের গফরগাঁও উপজেলার পাগলা থানার বলদী গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো: আলাল মিয়া স্ত্রী হুসনে আরা ও এক মাত্র শিশুপুত্র সাব্বিরকে নিয়ে ভালুকা উপজেলার হাজির বাজার মসজিদ মার্কেট এলাকার মোখলেছ মেস্তরীর বাসায় ভাড়ায় থেকে ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ ও মোটরসাইকেলে যাত্রী আনা নেয়া করে জীবিকা নির্বাহ করে আসছিলো। শিশুপুত্র সাব্বিরকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কাওমী মাদরাসায় নাজিরা বিভাগে কয়েক মাস আগে ভর্তি করান। ১ মার্চ মঙ্গলবার সকালে শিশুটির পিতাকে মোবাইলে জানানো হয়, তার ছেলেকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। অনেক খোঁজাখুজির পর শিশুটির পিতা ৬ মার্চ রোববার ভালুকা মডেল থানায় সাধারণ ডায়রী (নম্বর-২৭৯) করেন। এ ব্যাপারে ৮ মার্চ মঙ্গলবার দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
শিশুটির পিতা আলাল মিয়া জানান, বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ৮ টার সময় আমাকে একটি মোবাইল ফোনে জানানো হয়, নয়নপুর গ্রামের পাদ্রী মিশন হাসপাতালের সামনে একটি চা-স্টলে তার ছেলে বসে আছে। সে বাবার নাম আলাল ছাড়া আর কিছু বলতে পারছেনা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আমার ছেলেকে দেখতে পাই। কিন্তু ছেলে তেমন কথা বলতে পারছিলো না। তার পড়নে ছেড়া গেঞ্জি ও ছেড়া জিঞ্ছের প্যান্ট পড়াছিলো। পরে তাকে বাড়ি আনার কয়েক ঘন্টা পর তার সম্পূর্ন চেতনা ফিরে আসে।
আলাল মিয়া আরো জানান, তার ছেলে বলেছে, তাকে টাকা চুরির অপবাদ দিয়ে ছোট হুজুর বেশ কয়েবার মারধর করেন। পরে মারপিটের ভয়ে সে মাদরাসা থেকে পালিয়ে যায়। কিন্ত গত ৯ দিন কোথায় কিভাবে ছিলো, কি খেয়েছিলো, তা সে স্পষ্ট করে কিছুই বলতে পারেনি।
ভালুকা মডেল থানার এসআই বিল্লাল হোসেন জানান, নিখোঁজ মাদরাসা ছাত্র সাব্বিরকে খোঁজে পাওয়া গেছে বলে তাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। সন্ধায় শিশুটিকে নিয়ে থানায় আসার জন্য তার বাবাকে বলা হয়েছে।