প্রকাশিত হয়েছেঃ মার্চ ১০, ২০২২ সময়ঃ ২:০১ অপরাহ্ণ
রাতভর ভোটগণনা শেষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে সাতটায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শরীফ। এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে একেএম আকতার হোসেন ও আলতাফ হোসেন বাচ্চুর নেতৃত্বাধীন সমমনা পরিষদ সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সায়েদুজ্জামান-সাজ্জাদ-আজিম নেতৃত্বাধীন সম্মিলিত-সমমনা ঐক্যজোট।
নির্বাচনে সভাপতি পদে একেএম আকতার হোসেন পেয়েছেন ১ হাজার ২৮৫ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সায়েদুজ্জামান খান পেয়েছেন ৬১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী মাহমুদ ইমাম বিলু ১ হাজার ৮৯ ভোট পেয়েছেন। একই পদে খন্দকার লতিফুর রহমান আজিম পেয়েছেন ৮০৫ ভোট।
তাছাড়া প্রথম সহ-সভাপতি পদে ১ হাজার ৪২০ ভোট পেয়ে মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ২য় সহ-সভাপতি পদে ৯৯২ ভোটে নুরুল আবছার, ৩য় সহ-সভাপতি পদে ১ হাজার ১০১ ভোটে মো. ফরহান-এ-আলম খান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ হাজার ১২৭ ভোটে মো.গোলাম রব্বানী, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯৬৮ ভোট পেয়ে মো. উবায়দুল হক বিজয়ী হয়েছেন।
অন্যদিকে ৯৭৮ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে মোহাম্মদ সাইফুদ্দীন, কাস্টম বিষয়ক সম্পাদক পদে ১ হাজার ৬৭ ভোটে আশরাফুল হক খান, কাস্টম বিষয়ক প্রথম সহ-সম্পাদক পদে ১ হাজার ৩৩ ভোটে আবদুল মতিন, কাস্টম বিষয়ক ২য় সহ-সম্পাদক পদে ১ হাজার ১৮৪ ভোটে মো. সাইফ উদ্দীন সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
তাছাড়া বন্দর বিষয়ক সম্পাদক পদে ১ হাজার ২ ভোট পেয়ে মো. লিয়াকত আলী হাওলাদার, বন্দর বিষয়ক ১ম সহ-সম্পাদক পদে ৯৩৫ ভোটে আমিনুল হক, ২য় সহ-সম্পাদক পদে ১ হাজার ২২০ ভোট পেয়ে মো. হাছান মুরাদ জয়ী হয়েছেন। সে সঙ্গে প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক পদে ১ হাজার ২২৩ ভোটে মো. ওমর ফারুক, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে ৯৫৭ ভোট পেয়ে মো. জয়নুল আবেদীন রানা ও সংস্কৃতি, শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১ হাজার ৩০ ভোটে শিহাব চৌধুরী বিপ্লব জয় লাভ করেন।
তাছাড়া নির্বাহী সদস্য পদে মো. মনিরুল ইসলাম, মো. আলাউদ্দীন আল আজাদ, মো. আবুল খায়ের, মো. আবদুল মান্নান, মো. জামাল উদ্দীন, পার্থ প্রতীপ বড়ুয়া, মো. নিজাম উদ্দীন মঞ্জু, মো. আবদূর মান্নান পাটোয়ারী, মো. নুরুন্নবী, মো. ফোরকান ও আলিমুল মোস্তফা চৌধুরী জয়লাভ করেছেন।
সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সভাপতি একেএম আকতার হোসেন বলেন, আমাদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করায় সকল সি এন্ড এফ এজেন্টস সদস্য ও ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের মূল্যবান রায়ে আমরা আবার ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছি। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা কাজ করে যাবো।