প্রকাশিত হয়েছেঃ মার্চ ১০, ২০২২ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রাম ব্যুরো।
বিশ্ব কিডনি দিবস পালনের অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রলজি বিভাগ আয়োজিত এক সাইন্টিফিক সেমিনার ও আলোচনা সভা চমেক হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর নুরুল হুদার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেড্রিয়াটিক কিডনী বিভাগের অধ্যাপক ইমরুল কায়েস, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর হাসান চৌধুরী, ইউরোলজী বিভাগের প্রধান প্রফেসর মনোয়ারুল হক শামীম, নেফ্রোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর দীপ্তি চৌধুরী, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান প্রফেসর হাফিজুল ইসলাম, উপস্থিত ছিলেন নিউরোমেডিসিন বিভাগের প্রধান প্রফেসর হাসানুজ্জামান, ডেন্টাল বিভাগীয় প্রধান প্রফেসর আকরাম পারভেজ চৌধুরী।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চমেক হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর নুরুল হুদা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিজের সচেতনতায় কিডনি রোগ রোধ করা সম্ভব। হাইপারটেনশ এবং খাবারের অনিয়মের কারণে কিডনি রোগের সৃষ্টি হয়। ধুমপান পরিহার করলেও অনেক টা কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব।