বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ১০, ২০২২ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ

এম এস মনির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান।।

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে ১২ জন চট্টগ্রামে ফিরেছেন। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় নভোএয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এরআগে, আজ বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।

বিষয়টি  নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন। তিনি বলেন, গতকাল বেলা ১২টায় টার্কিস এয়ারলাইন্সে করে ঢাকায় আসার পর সব নাবিকদের মেডিকেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১২ জন নাবিক গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় নভোএয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা নিরাপদে চট্টগ্রামে পৌঁছে গেছেন।

জানা গেছে, ‘বাংলার সমৃদ্ধি‘ জাহাজের প্রধান প্রকৌশলী উমর ফারুক (৩৫), চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি (২৬), ক্রু হোসাইন মোহাম্মদ রাকিব (২১) ও নাবিক মাসুম বিল্লাহসহ ১২ জন নাবিক চট্টগ্রামে এসেছেন।

এরআগে, ইউক্রেনে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইন্স করে বাংলাদেশ সময় মধ্যরাত সোয়া ২টায় (রোমানীয় সময় সোয়া ১০টায়) দেশের উদ্দেশে রওনা দেন। তবে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত মোহাম্মদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে, সেটি সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

গত রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছেছেন ২৮ নাবিক। তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করেছিলেন।

চট্টগ্রাম ফিরছেন ইউক্রেন ফেরত চার নাবিক
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙ্গর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে সেখানে আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। গত বুধবার (২ মার্চ) একটি বোমা হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকেপড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তারা। ইউক্রেনের অলিভিয়া বন্দরের কাছে একটি বাংকার হয়ে রোমানিয়ার একটি হাসপাতালের ফ্রিজারে রাখা হয় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com