বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ৮, ২০২২ সময়ঃ ৬:৩৫ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীর এক শিক্ষার্থী।
গত সোমবার বিকালে বর যাত্রী আসার আগেই স্থানীয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীর বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী জানান, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটী গ্রামের ওই ছাত্রীর সঙ্গে পাশ্ববর্তী গ্রামের ২৩ বছরের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে হাজির হয়।অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ কনের বাড়িতে আসেনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় বলেন, বাল্যবিবাহের কুফল সম্পর্কে কনের পক্ষকে বুঝানো হয়েছে।১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com