প্রকাশিত হয়েছেঃ মার্চ ৮, ২০২২ সময়ঃ ৫:২৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গিয়েছেন। এতে তার সফরসঙ্গী হিসেবে যোগ দিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
সোমবার (৭ মার্চ) বিকেল সোয়া চারটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে আমিরাতে শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। দেশটির সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান।
সফরকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম আন্তর্জাতিক নারী দিবস, এফবিসিসিআই ও দুবাই চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, বাংলাদেশ ইকনোমিক ফোরাম, ইউএই বাংলাদেশ বিজনেস ফোরাম এবং জয়েন্ট বিজনেস কাউন্সিল স্বাক্ষর অনুষ্ঠান, একাধিক নেটওয়ার্কিং ডিনারসহ বিভিন্ন কার্যক্রমে যোগদান করবেন। সফরশেষে তিনি আগামী ১২ মার্চ রাতে দেশে ফিরবেন।