প্রকাশিত হয়েছেঃ মার্চ ৮, ২০২২ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ

 

চট্টগ্রাম ব্যুরো।।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে গতকাল ৭ই মার্চ ২০২২ খ্রি. সন্ধ্যা ৭.০০ টায় এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদের সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “নতুন প্রজন্মকে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে আকৃষ্ট করতে হবে। বঙ্গবন্ধু পরিষদের সকলকে দায়িত্বশীল থাকতে হবে। কারণ প্রতিক্রিয়াশীল গোষ্ঠি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অপশক্তির অপচেষ্টা রুখে দিতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারের উন্নয়ন অগ্রগতির রাজনীতিতে ভূমিকা রাখতে হবে। আমাদের সকলের সামনে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার বিপক্ষের শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।”

চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছানের পরিচালনায় উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় চুয়েট বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক ড. কৌশিক দেব, অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, জনাব এটিএম শাহজাহান, জনাব মো. শাহজালাল মিশুক, জনাব সৈয়দ মোহাম্মদ ইকরামসহ চুয়েটের অন্যান্য ব্যাক্তিবর্গ তাঁদের বক্তব্য প্রদান করেন। এর আগে ৭ই মার্চের সকালে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com