বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ৮, ২০২২ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় নানা আয়োজনে মধ্যে দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২উদযাপিত হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরের উক্তিটি করেছেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নারী অধিকার রক্ষায় যে কর্মসূচীগুলো প্রণয়ন করে চলেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। অবহেলিত নারীদের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে চলেছেন তিনি। এর জন্য উনাকে ধন্যবাদ জানাই। নারী পুরুষের সমন্বয় হলো দুই চাকার সাইকেলের মতো। মানব জীবনে নারীর ভূমিকাকে খাটো করে দেখার কিছুই নেই। এক চাকার একটি সাইকেলে চড়ে যেমন অনেক দূরে যাওয়া সম্ভব নয়। তেমনি নারীদেরকে পিছনে রেখে এই জাতিও এগিয়ে যেতে পারবে। আর দুই চাকার সাইকেলে চড়ে যাওয়া যাবে বহুদূর। এর একটি চাকা হতে পারে নারী এবং অন্যটি হবে পুরুষ। আজ নারীরা অনেক এগিয়ে গেছে।আশা রাখি তারা আরও এগিয়ে যাবে।

একাডেমিক সুপারভাইজার বাবু সূধন কুমার বিশ্বাস এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, বাংলাদেশ আওয়ামীলীগ তারাকান্দা উপজেলার সভাপতি প্রদীপ চক্রবর্তী রনুঠাকুর, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,সালমা আক্তার কাকন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন, বীর মুক্তিযোদ্ধা, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণার্থী নারীগণ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com