স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৮ মার্চ।।
ভালুকায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতীক নারী দিবস উদযাপন করা হয়েছে। ‘টেকশই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শ্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলা পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও নারী উদ্যোক্তা জেলা এম্বাসেডর মাহ্জেবিন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরিন সুলতানা।