প্রকাশিত হয়েছেঃ মার্চ ৭, ২০২২ সময়ঃ ৬:০৯ পূর্বাহ্ণ
ইন্টারন্যাশনাল ডেস্ক, দিগন্তবার্তা ডটকম।।
ডেনমার্ক থেকে পরিচালিত কোপেনহেগেন বাংলা বার্তা আয়োজিত ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিষয়ক পর্যালোচনা নিয়ে এক ভার্চুয়াল মিটিং বাংলা বার্তার ফাউন্ডার মোহাম্মদ ফয়সাল এর সঞ্চালনায় ৬ মার্চ রোববার বাংলাদেশ সময় রাত ১১ টায় অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন, ডেনমার্কের অলবোর্গ ইউনিভার্সিটির প্রফেসর ডঃ মুহাম্মদ বকতিয়ার রানা, যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্লেষক ব্যারিস্টার আবু বকর মোল্লা, রাশিয়ার মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর শাহিনুল ইসলাম, ফিনল্যান্ডের আবো ইউনিভার্সিটির পিসি বাইজিদ বাগমার, বাংলাদেশের তানভীর এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল মনির।
উক্ত ভার্চুয়াল ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিষয়ক আলোচনায় বক্তারা বলেন রাশিয়া পূর্বপরিকল্পিতভাবে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে। যার প্রভাব বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে আঘাত করার সম্ভাবনা রয়েছে। পশ্চিমা রাষ্ট্রগুলো যদি সঠিকভাবে পরিচালিত না হয় এ যুদ্ধ নিয়ে