প্রকাশিত হয়েছেঃ মার্চ ৬, ২০২২ সময়ঃ ৬:৪৮ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সহ সভাপতি রোবেল মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, আতাউর রহমান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, নাজমুল হক বিপ্লব, শফিউল আলম মারুফ, সদস্য আফাজ উদ্দিন, শফিকুল কাদির, কামরুজ্জামান, মতিউর রহমান মতি, আফাজ উদ্দিন, আজহারুল হক, মানসুর আহমেদ, মাজাহারুল আলম মিথুন, আরশাদ আহমেদ আসাদ প্রমূখ। মতবিনিময় সভায় নবাগত ইউএনও মোঃ আবিদুর রহমান বক্তব্যে তার কর্মজীবন ও উপজেলার বিভিন্ন কর্মকান্ডের সাংবাদিকদের সহযোগিতা করার জন্য আহবান জানান।